‘খোঁজ’ কৃষ্টি জগতের হদিশ
‘খোঁজ’-এর উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা
“লেখকের গুগল” নামে খ্যাত তথা ফেসবুকের একটি জনপ্রিয় গ্রুপ হল ‘খোঁজ’ (বর্তমান সদস্য সংখ্যা ২৫ হাজার*)। আমাদের উদ্দেশ্য তথা ভবিষ্যৎ পরিকল্পনা গুলি হল -
■ আরও বেশি নামি অনামী পত্র পত্রিকা, প্রকাশনীর সঙ্গে লেখক পাঠকদের যোগাযোগ করিয়ে দেওয়া।
■ বিনামূল্যে নতুন লেখকদের একক বই প্রকাশ।
■ সৌজন্য সংখ্যা সহ ‘খোঁজ’-এর মুদ্রিত শারদ সংখ্যা ও সংকলন প্রকাশ।
■ সৌজন্য সংখ্যা সহ ‘এবং খোঁজ’-এর মুদ্রিত বাৎসরিক সংখ্যা প্রকাশ।
■ নির্ভেজাল সাহিত্য চর্চা ও লেখককে সাম্মানিক প্রদান।
■ অনলাইন সাহিত্য কুইজ বা এই ধরনের মাসিক ইভেন্ট আয়োজন।
■ ‘খোঁজ’ পরিবারের সদস্যদের নিয়ে মিট আপ বা আড্ডা।
■ ‘খোঁজ’-এর নিজস্ব লাইব্রেরী স্থাপন।
■ ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ। ‘খোঁজ’-এর প্রচার ও প্রসার।
‘খোঁজ’-এর পৃষ্ঠপোষক
• শতদল মিত্র (কলকাতা)
• জনৈক শুভাকাঙ্ক্ষী (পশ্চিম মেদিনীপুর)
• সঞ্জীব মান্না (পশ্চিম মেদিনীপুর)
• অরূপ কুমার দে (কলকাতা)
• জনৈক শুভাকাঙ্ক্ষী (পশ্চিম মেদিনীপুর)
• জনৈক শুভাকাঙ্ক্ষী (কলকাতা)
• কল্যাণ ভূঞ্যা (পশ্চিম মেদিনীপুর)
• জনৈক শুভাকাঙ্ক্ষী (নদীয়া)
• বুমা ব্যানার্জি দাস (কানাডা)
• মধুরিমা ব্যানার্জী (বারাসাত)
• শাশ্বতী দাস (বেহালা)
• রত্না মুখোপাধ্যায় (আলিপুরদুয়ার)
• প্রতাপ বোস (কলকাতা)
• অসীম কুমার রায় (কাটোয়া)
• জনৈক শুভাকাঙ্ক্ষী (কলকাতা)
• দেবাশিষ মুখোপাধ্যায় (আলিপুরদুয়ার)
• সংযুক্তা পাল (দমদম)
• গোপাল ভৌমিক (কলকাতা)
• ড. সুব্রত কুমার চৌধুরী (হুগলী)
• প্রশান্ত কুমার ঘোষ (আমেরিকা)
• দিব্যায়ন সরকার (মেখলিগঞ্জ)
• রবিন বণিক (আলিপুরদুয়ার)
• অমৃত দেবনাথ (কোচবিহার)
• শ্রীমন্ত জানা (দক্ষিণ চব্বিশ পরগনা)
• সুভাষ কর (কলকাতা)
• প্রভাত ভট্টাচার্য্য (কলকাতা)
• অজয় বিশ্বাস (কলকাতা)
• কৃদন্তী ঘটক (দমদম)
• অনিমেষ গুপ্ত (কলকাতা)
• অরবিন্দ বন্দ্যোপাধ্যায় (দিল্লী)
• বিকাশ পাল (কলকাতা)
• আশীষ কুমার চক্রবর্ত্তী (হাওড়া)
• জনৈক শুভাকাঙ্ক্ষী (পশ্চিম মেদিনীপুর)
• ডা. শান্তনু পাত্র (পশ্চিম মেদিনীপুর)
• অনিমেষ সিংহ (ঝাড়গ্রাম)
• আব্দুল রহমান (মুর্শিদাবাদ)
• বিভাস সাহা (কলকাতা)
‘খোঁজ’ পরিবারের পক্ষ থেকে সকলকে আন্তরিক কৃতজ্ঞতা। অনুগ্রহ করে ‘খোঁজ’ কে অনুদান পাঠাবেন না!
✅ অনুদানের সঙ্গে ‘খোঁজ’ সোস্যাল মিডিয়া গ্রুপের সদস্যপদ বা বিজ্ঞাপন পোস্ট বা ‘এবং খোঁজ’ ওয়েব ম্যাগাজিনে লেখা প্রকাশ বা মুদ্রিত আগামী একক বই, সংকলনে লেখা প্রকাশ বা ‘খোঁজ’ আয়োজিত ইভেন্টে অংশগ্রহণের কোনো সম্পর্ক নেই!
‘হিসেবের খাতা’ দেখতে ক্লিক করুন