◆ লেখা পাঠানোর নিয়মাবলী :

● লেখা পাঠানোর আগে অন্তত দুটি প্রকাশিত সংখ্যা পড়ে নেবেন।

●  বানান, যতিচিহ্নের প্রতি খেয়াল রাখবেন।

● লেখা আহ্বানের বিজ্ঞপ্তিতে উল্লিখিত সময়ের মধ্যে শুধুমাত্র বৈ-ডাক বা ইমেইল মারফৎ লেখা জমা নেওয়া হয়।


 লেখার  বিষয় 

অপ্রকাশিত ও মৌলিককবিতা, গুচ্ছকবিতা, দীর্ঘ কবিতা, আঞ্চলিক কবিতা, অণু-পরমাণু কবিতা, ছড়া, গল্প, অণুগল্প, ধারাবাহিক, মুক্তগদ্য, রম্যরচনা, ব্যক্তিগত গদ্য, প্রবন্ধ-নিবন্ধ (তথ্যসূত্র সহ), লোকসাহিত্য বা সংস্কৃতি বিষয়ক গবেষণা, উপন্যাস, উপন্যাসিকা, অনুবাদ (মূল লেখা, সংক্ষিপ্ত লেখক পরিচিতি ও এককপি ছবি সহ), ভ্রমণ (ছবি, স্বত্বাধিকার সহ), বই বা পত্র-পত্রিকা পর্যালোচনা, কমিক্স (ডিজিটাল), চিঠিপত্র, আত্মজীবনী ইত্যাদি পাঠান। 

'বিশেষ সংখ্যা' ছাড়া শব্দ, লাইন সংখ্যা বা বিষয়ের কোনো বিধিনিষেধ নেই।


 🔰 বিশেষত্ব :

  • আমাদের পত্রিকার কোনও মনোনীত লেখকসূচি বা সূচিপত্র নেই। পত্রিকা প্রকাশের দিন 'খোঁজ' সহ সোশ্যাল মিডিয়ায় প্রচ্ছদ সহ পোস্ট করে জানিয়ে দেওয়া হয়।
  • আমাদের ডাকবাক্সে আপনার লেখা জমা পড়ার সাথে সাথে  সিস্টেম থেকে 'প্রাপ্তিস্বীকার'-স্বরূপ একটি অটো রিপ্লাই মেল জেনারেট হয়ে যায়।
  • লেখা জমা দেওয়ার শেষ তারিখ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে লেখা প্রকাশ করা হয়।  প্রকাশিত লেখাগুলির মধ্যে আপনার লেখা না থাকলে অন্যত্র পাঠাতে পারেন।
  • লেখা প্রকাশ বা বিজ্ঞাপণের জন্য কোনও আর্থিক লেনদেনের প্রসঙ্গ নেই।


◆  সতর্কীকরণ :

●'এবং খোঁজ'-এ প্রকাশিত লেখার বিষয় এবং  মৌলিকত্বের দায়ভার লেখকের। কোনও লেখার মৌলিকত্ব নিয়ে লেখকের ত্রুটি প্রমাণিত হলে আজীবনের জন্য 'এবং খোঁজ' ওই লেখককে নিষিদ্ধ ঘোষণা করবে।

● লেখক এবং প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া পত্রিকার কোনো রূপ পুনরুৎপাদন (প্রতিলিপি, স্ক্রিনশট বা তথ্য সংরক্ষণের যান্ত্রিক পদ্ধতিতে পুনরুৎপাদন ইত্যাদি) করা যাবে না। এই শর্ত লঙ্ঘিত হলে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

❌  পিডিএফ বা জেপিজি ইত্যাদি ফরম্যাটে লেখা পাঠিয়ে অপচয় করবেন না!
✔️ মেল বডিতে টাইপ করে বা ইউনিকোড ফন্টে ডক ফাইল আকারে লেখা পাঠান।


📧 লেখা পাঠানোর ঠিকানা :